এনবিআর সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
-1080617.jpg?v=1.1)
৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলায় তার বিরুদ্ধে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনেরও অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
মামলার এজাহারে বলা হয়, পাবলিক সার্জেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় দাখিলকৃত সম্পদ বিবরণীতে বেলাল হোসাইন চৌধুরী ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এনবিআরের এ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।