নিষিদ্ধ বস্তুসহ ভারতীয় আটক

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে চার বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
শনিবার (৩০ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় জেলায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এসআই সৌমিত্র সাহা ও এএসআই আবু আল ইমরান ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তি হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে মহম্মদ মহাবুল মন্ডল (৩৮)। তার কাছ থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।