প্রায় দুই দশক পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) মুলতানে শুরু হতে যাওয়া দুই ম্যাচের ঐতিহাসিক সিরিজের প্রথম টেস্টে অভিষেক হবে হুরাইরার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে।
মোহাম্মদ হুরাইরা পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের ভাতিজা। ২০০২ সালে পাঞ্জাবের সিয়ালকোটে জন্মগ্রহণ করা এই তরুণ ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। তিনি পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন।
হুরাইরা এখন পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যেখানে ৪৮.৯৫ গড়ে ৩,৪২৭ রান করেছেন। এর মধ্যে রয়েছে ৮টি শতক ও ১৫টি অর্ধশতক। প্রোটিয়া সিরিজে চোটে আক্রান্ত সাইম আয়ুবের অনুপস্থিতিতে তিনি একাদশে সুযোগ পেয়েছেন।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ হুরাইরা, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা আলী, সাজিদ খান, নুমান আলী, খুররাম শেহজাদ ও আবরার আহমেদ।