তবে সন্ধ্যার পর খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে পারিশ্রমিকের বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার অনুশীলন শুরু করেছে দলটি। তবে, পারিশ্রমিকের বিলম্বের সঠিক কারণ সম্পর্কে প্রশ্ন উঠেছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রী দেশে না থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।
গণমাধ্যমের সামনে অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ জানান, দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রী ডাগআউটে বসে খেলা দেখার সময় বলের আঘাতে ইনজুরির শিকার হন এবং তাকে ব্যাংককে চিকিৎসার জন্য নিতে হয়। মালিক দেশে না থাকায় চেক বাউন্স হওয়ার সমস্যা তৈরি হয়। জায়েদ বলেন, "সিলেটে আমরা চেক দিয়েছিলাম, তবে মালিকের স্ত্রীর আঘাতের পর তাকে ব্যাংকক নিয়ে যেতে হয়। ফোনে ব্যাংক ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছিল না, তাই আমরা খেলোয়াড়দের আগেই জানিয়ে দিয়েছিলাম চেক জমা না দিতে।"
তিনি আরও বলেন, "আমরা খেলোয়াড়দের বলেছিলাম, যাদের কাছে তথ্য ছিল না তারা হয়ত ভুল করে চেক জমা দিয়েছে, কিন্তু এটি দ্রুত সমাধান করা হবে। ২৫ শতাংশ পরিশোধ করা হয়েছে এবং বিদেশি খেলোয়াড়দেরও ২৫ শতাংশ দেয়া হয়েছে।"
এদিকে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আজ জানানো হয়েছে, আগামীকাল ১৬ জানুয়ারি বিকেল বা দুপুরের মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদান করা হবে। "আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং এই বিষয়ে কাজ চলছে, প্রতিটি ক্রিকেটারই এ সম্পর্কে জানে," যোগ করেন তিনি।