দেশের হয়ে কবে খেলবেন; জানালেন অলরাউন্ডার সাকিব

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১০:০৪ AM

বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রঙিন পোশাকে আর ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সাদা পোশাকে দেশের হয়ে খেলেছেন দেশসেরা এই ক্রিকেটার। দেশে আন্দোলনের কারণে ঘরের মাঠে নিজের বিদায়ী টেস্ট খেলতে চেয়েও পারেননি তিনি।

এবার জাতীয় দলের হয়ে কবে খেলবেন নিজেই জানালেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। দুবাইয়ে আবুধাবি টি-১০ লিগ শুরুর আগের দিন সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই।

অনেকটা হেসেই সাকিব আল হাসান বলেছেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।

আগামী ২ ডিসেম্বর শেষ হবে আবুধাবি টি-টেন লিগ। আর আগামী ৮ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের জাতীয় দলের সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সম্ভবত ওই সিরিজেই দেখা যাবে তাকে।

অন্যদিকে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন সাকিব।