বিতর্কের পর এনএসসির পরিবর্তন, বিসিবির পরিচালক রুবাবা দৌলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের চার দিন পর বদলে গেল এক এনএসসি মনোনীত পরিচালক। ইসফাক আহসানের স্থলে পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ–সংক্রান্ত চিঠি বিসিবিতে পাঠায়।
গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচন শেষে দুই এনএসসি মনোনীত পরিচালক ঘোষণা করা হয়। তাঁদের একজন ছিলেন ইসফাক আহসান। ঘোষণার দিনই তাঁকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে সেদিন রাতেই এনএসসি জানায়, ইসফাককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এনএসসির পাঠানো চিঠিতে ইসফাক আহসানের পদত্যাগের কথা উল্লেখ করা হয়।
সাধারণত এনএসসি আগে কাউন্সিলর মনোনয়ন দেয়, তা বোর্ড সভায় অনুমোদনের পর পরিচালক মনোনয়ন আসে। এবার একই দিনে রুবাবা দৌলাকে কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বোর্ড সভায় কাউন্সিলর মনোনয়ন অনুমোদনের পর পরিচালক অনুমোদন পেলে আজকের সভাতেই যোগ দিতে পারবেন তিনি।
এনএসসির পরিচালক (ক্রীড়া) মো. আমিনুল এহসান সাক্ষরিত দুটি পৃথক চিঠিতে রুবাবাকে কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। অতীতে সাধারণত পৃথক সময়ে এই দুটি চিঠি ইস্যু করা হলেও আজ বোর্ড সভা সামনে রেখে একই দিনে পাঠানো হয়।
রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গ্রামীণফোন ও এয়ারটেলের মতো শীর্ষ টেলিকম প্রতিষ্ঠানে নেতৃত্বের ভূমিকা পালন করেন তিনি।
নারী ক্রীড়া সংগঠনে পরিচিত রুবাবা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।
এই নিয়োগের ফলে বিসিবির পরিচালকের সংখ্যা দাঁড়াল ২৫ জন।