হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:১৯ PM

টি–টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে আগের দুই ম্যাচ হেরে এখন সম্মান বাঁচানোর লড়াইয়ে নামছে টাইগাররা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে বড় পরিবর্তন। একাদশ থেকে তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে নেয়া হয়েছে নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে।

অন্যদিকে সিরিজ জয় নিশ্চিত করা আফগানিস্তানও দলে এনেছে দুটি পরিবর্তন। রহমত শাহ ও বশির আহমেদের পরিবর্তে মাঠে নামছেন ইকরাম আলিখিল ও বিলাল সামি।

বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেওয়ালিয়া খারোতে, এএম গাজানফার, ইকরাম আলিখিল ও বিলাল সামি।