সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের
-1130820.jpg?v=1.1)
আসরের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারমিন আক্তার ও নিগার সুলতানারা কিছুতেই রান তুলতে পারছিলেন না। তবে টপ অর্ডারের গড়া ভিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙে টাইগ্রেসরা। মাঝ ও শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে রীতিমতো ঝড় তোলেন স্বর্ণা আক্তার। তার দ্রুততম ফিফটিতে নারী বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।
বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে দলটি। এটি বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অপরাজিত ফিফটি করেন স্বর্ণা।
শুরুর দিকে দেখে-শুনে ব্যাটিং করে ভালো ভিত্তি গড়ে দেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। ৫২ বলে ২৫ রান করে ঝিলিক ফিরলেও উদ্বোধনী জুটিতে ফিফটি তুলে নেয় দল। ফারজানা করেন ৭৬ বলে ৩০ রান।
তিন নম্বরে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করেন জ্যোতি, আর ৭৪ বলে ফিফটি তুলে নেন শারমিন।
এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে নামেন স্বর্ণা আক্তার। মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৩৪ বলে ফিফটি তুলে ইতিহাস গড়েন তিনি—এটি বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ফিফটি। শেষ দিকে রিতু মণির ৮ বলে অপরাজিত ১৯ রানে রানের চাকা আরও ঘুরে যায়।
সব মিলিয়ে রেকর্ড গড়া ইনিংসে নারী বিশ্বকাপে ২৩২ রানে থামে বাংলাদেশের সংগ্রহ।