বুলবুলকে অবৈধ দাবি করে ঘরোয়া ক্রিকেট বর্জন

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত না হওয়ায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী ৪৮টি ক্লাব। পাশাপাশি নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ’ দাবি করেছে তারা।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার আয়োজিত সংবাদ সম্মেলনে ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন সংগঠক রফিকুল বাবু। সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান ও ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ঘরোয়া টুর্নামেন্টগুলোতে অংশ নেবে না ক্লাবগুলো। এ সময় বুলবুলকে অবৈধ সভাপতি উল্লেখ করে মাসুদুজ্জামান বলেন, “আমরা বিদ্রোহী নই, বরং অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ‘আমরা একই কথা বারবার বলে ক্লান্ত। আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে ৬ তারিখের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। এই বয়সে আমরা বহু বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট এবং দিনে কারচুপি দেখেছি। সব কিছুকে ছাপিয়ে সবার সামনেই এবারের ভোট হলো। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম। আমাদের কথা যেহেতু তাদের কানে পৌঁছায়নি, সেজন্য আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জন করব।’

তিনি আরও বলেন, ‘সামনে ফেডারেশন ক্রিকেট লিগ আছে, সেখান থেকে যাবতীয় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আছে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ থেকে প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন আমরা যে সব ক্লাব আছি ভেবেছিলাম অংশ নেব। আজ থেকে আমরা বলতে চাই ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না। আপনারা যারা ক্লাব প্রতিনিধি আছেন কাউকে যদি হুমকি দেয়া হয়, ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে। আমরা ঘোষণা দিচ্ছি।’