১৯০ তাড়া করতে ১০৯ রানেই শেষ বাংলাদেশ
-1120726.jpg?v=1.1)
টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। কিন্তু ফরম্যাট বদলেই যেন বদলে গেছে সব চিত্র। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় হারের পর দ্বিতীয় ম্যাচে আরও বিবর্ণ পারফরম্যান্সে সিরিজ হারল টাইগাররা।
১৯১ রানের সহজ লক্ষ্য তাড়ায় ব্যাটারদের ব্যর্থতায় ২৮.৩ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এতে ৮১ রানের বড় জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান।
লক্ষ্য ছোট হলেও শুরু থেকেই ব্যাটিংয়ে ধস নামে। শূন্য রানে আউট হন তানজিদ হাসান তামিম। এরপর রান আউটের ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত। সাইফ হাসান ও তাওহীদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ৫০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। পরের ব্যাটাররাও দাঁড়াতে পারেননি। রশিদ খানের স্পিনে দিশেহারা হয়ে যায় ব্যাটিং লাইনআপ—তিনি একাই তুলে নেন ৫ উইকেট।
এর আগে বোলিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। নতুন বলে তানজিম হাসান সাকিব ও স্পিনে মেহেদি হাসান মিরাজ–রিশাদ হোসেন আফগান ব্যাটারদের চাপে রাখেন। ওপেনার ইব্রাহিম জাদরান ৯৫ রানের ইনিংস খেলে দলকে টেনে নিলেও শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয় আফগানিস্তান।
সহজ রান তাড়ায় ব্যাটিং ব্যর্থতাই হার ডেকে আনে বাংলাদেশ দলের জন্য, আর সেই সঙ্গে কঠিন হয়ে গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথও।