আফগানদের ১৯০ রানে আটকে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৪০ PM

প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। সিরিজ ধরে রাখার জন্য আজ জেতা বাধ্যতামূলক। সেই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় আজ দুর্দান্ত বোলিং করেছে টাইগাররা। আফগানিস্তানকে ১৯০ রানে অলআউট করে বাংলাদেশের জয়ের আশা জাগিয়েছে। আজ জিতলে সিরিজ সমতায় ফিরবে বাংলাদেশ।

শনিবার (১১ অক্টোবর) আরব আমিরাতের আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংস শুরু থেকে উইকেট হারালেও ওপেনার ইবরাহিম জাদরানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৯০ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ইবরাহিম।

বোলিংয়ে প্রথম আঘাত হানেন পেস বোলার তানজিম হাসান সাকিব। ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে আউট করে তিনি ওপেনিং জুটি ভাঙেন। তার বলে ডিপ স্কয়ার লেগে থাকা জাকের আলির হাতে ক্যাচ তুলে দিয়ে গুরবাজ বিদায় নেন। ৪.৫ ওভারে ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

ইনিংসের নবম ওভারে উইকেট পেলেন তানভীর ইসলাম। তিনি নবম ওভারের চতুর্থ বলে সাদিকউল্লাহ অটলকে আউট করেন। লং অনে ক্যাচটি নিয়েছিলেন তানজিম হাসান। ৮.৪ ওভারে ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান।

৯ বলে ১১ রান করে ব্যথার কারণে আফগান মিডলঅর্ডার ব্যাটসম্যান রহমত শাহ সাজঘরে ফিরে যান। রান নেওয়ার সময় ব্যথা অনুভব করায় মাঠ ত্যাগ করতে হয় তাকে।

রহমত শাহের পর ব্যাটিংয়ে নামেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদি। বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তাকে বোল্ড করে সাজঘরে ফেরান। কভার অঞ্চল দিয়ে খেলার চেষ্টা করেও টাইমিং মিস করায় বল স্টাম্পে আঘাত করে। মাত্র ৪ রান করে হাসতে হাসতেই সাজঘরে ফেরেন হাশমাতউল্লাহ।

১৮.৪ ওভারে দলের স্কোর ৭৯ রানে রিশাদ হোসেনের লেগ স্পিনে বিভ্রান্ত হন আজমতউল্লাহ ওমরজাই। স্লিপে থাকা তানজিদ হাসান তাকে ক্যাচ তুলে দেন। তিন বলে শূন্য রানে বিদায় নেন আজমত।

দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দায়িত্বশীলভাবে ব্যাট করেছেন ওপেনার ইবরাহিম জাদরান। তিনি ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম ম্যাচে অষ্টম ফিফটি হাঁকিয়ে সপ্তম সেঞ্চুরির পথে পৌঁছান। শেষ দিকে দলের স্কোর আরও বড় করতে গিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন এবং ৯৫ রান করে মাঠ ছাড়েন। তিনি খেলেন ১৪০ বল, তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে।