৬৭ বলে ২১৪ রানের অবিশ্বাস্য কীর্তি

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫০ PM

৩৩ বলে ফিফটি, ৭৪ বলে সেঞ্চুরি—এরপর মাত্র ৬৭ বলেই আরও ২১৪ রান! অবিশ্বাস্য এই কীর্তিই গড়েছেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার হারজাস সিং। নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে তিনি খেলেছেন রূপকথার মতো এক ইনিংস—মাত্র ১৪১ বলে ৩১৪ রান!

ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বিপক্ষে এই বাঁহাতি ব্যাটার ৩৫টি ছক্কা ও ১৪টি চার মেরে মাঠ কাঁপিয়ে দেন। প্র্যাটেন পার্কে ইনিংসের একাদশ ওভারে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন হারজাস। এরপর আরও ৪১ বলে ছোঁন সেঞ্চুরি। তারপর শুরু হয় তাণ্ডব—১০৩ বলেই পৌঁছে যান দ্বিশতকে এবং শেষ পর্যন্ত ১৩২ বলে স্পর্শ করেন ট্রিপল সেঞ্চুরি।

তার ৩১৪ রানের ইনিংসের মধ্যে ২৬৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। দলের মোট স্কোর ছিল ৫ উইকেটে ৪৮৩ রান, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস মাত্র ৩৭ রানের। জবাবে সিডনি থামে ৮ উইকেটে ২৮৭ রানে।

যদিও এই প্রতিযোগিতা লিস্ট ‘এ’ স্বীকৃত নয়, তবু ইনিংসটি তুলনা টানে ভারতের নারায়ান জাগাদিসানের সঙ্গে—যিনি ২০২২ সালে ভিজয় হাজারে ট্রফিতে ১৪১ বলে করেছিলেন ২৭৭ রান।

২০০৫ সালে সিডনিতে ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম হারজাসের। তার বাবা ইন্দ্রজিৎ সিং ছিলেন পাঞ্জাব রাজ্যের বক্সিং চ্যাম্পিয়ন, আর মা আভিন্দার কৌর লং জাম্পার। খেলাধুলা যেন রক্তে মিশে আছে তার। বাঁহাতি ব্যাটার হলেও হারজাস বোলিং করেন ডান হাতে। গত বছর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন তিনি এবং ফাইনালে ৬৪ বলে ৫৫ রান করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।