ভারতকে ১৬৮ রানে আটকে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ PM

প্রথম তিন ওভারে ভালো করলেও পাওয়ার প্লের পরের ওভারগুলোতে রীতিমতো ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা ও শুবমান গিল। রান আউটে কাটা পড়ে অভিষেক ফেরার পর মোড় ঘুরে যায়। প্রথম দশ ওভারে ৯৬ রান তোলা ভারত পরের দশ ওভারে করতে পেরেছে মাত্র ৭২ রান। তাতে ১৬৮ রানের বেশি করতে পারেনি ভারত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন অভিষেক।

১৯ বলে ২৯ রান করে রিশাদের বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ২৫ বলে ফিফটি তুলেন নেন তরুণ অভিষেক শর্মা। তিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি শিভম ডুবে। ৩ বলে ২ রান করেন তিনি।

কিন্তু বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন অভিষেক। তবে ১২তম ওভারের প্রথম বলে রান আউটের ফাঁদে পড়েন তিনি। ৩৭ বলে ৭৫ রানের ক্যামিও খেলে ফেরেন তিনি। একই ওভারের শেষ বলে জাকেরের হাতে ক্যাচ তুলে দেন সূর্যকুমার। 

এরপর ৭ বলে ৫ রান করে তিলক ভার্মা আউট হলে দলীয় ১২৯ রানে ৫ উইকেট হারায় ম্যান ইন ব্লুরা। তবে শেষ দিকে দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। তার ২৯ বলে ৩৮ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানের পুঁজি পায় ভারত।

বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এ ছাড়াও তানজিম সাকিব, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।