ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ
-1240923.jpg?v=1.1)
নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ তানজিম হাসান সাকিব প্রথম ওভারে মাত্র ৩ রান খরচ করেন তিনি। পরের ওভারেই বাংলাদেশ স্পিন আক্রমণে যায়। নাসুম আহমেদও দারুণ বোলিং করেছেন। ইনিংসের তৃতীয় ওভারেই সাকিব উইকেটের সুযোগ তৈরি করেন, তবে পেছনের দিকে ক্যাচ ফেলে দেন জাকের আলি।
৭ রানে জীবন পাওয়া অভিষেক পরের ওভারে ঝলকে উঠেন। নাসুমকে দুই ছক্কা ও এক চারে ধাক্কা দেন এবং খোলামেলা ব্যাটিং শুরু করেন। সেই আক্রমণ অব্যাহত রেখে পাওয়ার প্লের বাকি ৩ ওভারে ৫৫ রান তুলে ভারত। সবমিলিয়ে ৬ ওভারের শেষে কোনো উইকেট হারানো ছাড়াই ভারত ৭২ রান সংগ্রহ করে।
পাওয়ার প্লে শেষেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে প্রথম অবার আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন রিশাদ। এই লেগিকে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন শুবমান গিল। সাজঘরে ফেরার আগে ১৯ বলে করেন ২৯ রান।
গিল ফিরলেও ব্যাক্তিগত ফিফটি পেয়েছেন অভিষেক শর্মা। ২৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
নবম ওভারে আবারো উইকেট পেয়েছেন রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করতে পারেননি।
১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৬ রান।