হারের পর লঙ্কান শিবিরে ফিজের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ AM

গ্রুপপর্বে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় মোকাবেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর অভিযান শুরু করেছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের দারুণ ব্যাটিংয়ে টাইগাররা ৪ উইকেটে জয় পায়। ম্যাচ শেষে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা স্বীকার করেন, রান কিছুটা কম হলেও বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলা শানাকা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছিলাম। তবে চারিথ (আসালাঙ্কা) আউট হওয়ার পর মোমেন্টাম হারিয়ে ফেলি। বিশেষ করে ফিজ ও তাসকিন শেষ ওভারগুলোতে অনেক ভালো বল করেছে। আমরা ১৮০ রান আশা করেছি, সেই তুলনায় একটু কম হয়ে গেছে।’

আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৭ উইকেটে ১৬৮ রান তোলে। দুবাইয়ের উইকেটে আরও ১০-১৫ রানের ঘাটতি ছিল জানিয়ে শানাকা বলেন, ‘এখানে আমি অনেক ম্যাচ খেলেছি। উইকেটও ভালোই ছিল। তেমন ভুল ছিল না। ভালো ম্যাচ হয়েছে। যা বললাম, ১০-১৫ রান কম হয়েছে।’ 

প্রতিপক্ষ ব্যাটারদের আগ্রাসনের মুখে ইকোনমি ধরে রেখেছেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে তার ৩ শিকারই বাংলাদেশের লক্ষ্যটা কিছুটা কম রেখেছে। তাই এই পেসারকে কৃতিত্ব দিতে ভোলেননি লঙ্কান তারকা, ‘মুস্তাফিজ ক্লাস। আইপিএল খেলে। দেশের হয়ে এতদিন ধরে খেলছে, প্রায় ১০ বছর হবে। এটা নিয়ে (ফিজের কাছে পরাস্ত হওয়া) চিন্তিত হওয়ার কিছু নেই। ওকে কৃতিত্ব দিতেই হবে।’