বৃষ্টিতে বিলম্প চতুর্থ দিনের খেলা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩৬ AM

সিলেট টেস্টের তৃতীয় দিনের বড় একটা সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। তবে সীমিত সময়ের খেলায়ও বাংলাদেশ নিজেদের প্রভাব বিস্তার করেছে। জিম্বাবুয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ম্যাচের লাগাম অনেকটাই হাতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

চতুর্থ দিন কিছুটা এগিয়ে থেকেই ব্যাটিংয়ে নামার কথা ছিল শান্ত ও জাকের আলীর। তবে আজও সিলেটে বৃষ্টি নিয়েই শিরোনাম। আগের দিনের ক্ষতি পুষিয়ে নিতে খেলা শুরুর সময় এগিয়ে আনার পরিকল্পনা থাকলেও, সেটা বাস্তবায়ন হচ্ছে না। গত রাতের ভারী বৃষ্টির প্রভাব এখনো রয়েছে, যার ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ার বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

সকাল ১০টায় ফের মাঠ পরিদর্শন করবেন দুই অনফিল্ড আম্পায়ার। 

বাংলাদেশ এদিন খেলতে নামবে ১১২ রানের লিড থেকে। ক্রিজে আছেন দুই ব্যাটার শান্ত এবং জাকের। এদের মাঝে শান্ত গতকাল শেষ বিকেলেই তুলে নিয়েছেন অর্ধশতক। ৬০ বলে ২১ রান করে তাকে ভালোই সঙ্গ দিচ্ছেন জাকের আলী অনিক। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। 

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। সেটাই বাংলাদেশকে বসিয়েছে চালকের আসনে।