জিম্বাবুয়ে শিবিরে জোড়া ধাক্কা নাহিদের

সিরিজ শুরুর আগেই নাহিদ রানাকে ঘিরে শুরু হয়েছিল কথার লড়াই। এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে জিম্বাবুয়ে অধিনায়ক বলেছিলেন, নাহিদের চেয়েও বেশি গতির বল তারা নেটে বোলিং মেশিনে খেলেই অভ্যস্ত। অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাল্টা মন্তব্যে বলেছিলেন, নাহিদের গতি আসলে বোঝা যাবে তখনই, যখন ব্যাটসম্যানরা ক্রিজে মুখোমুখি হবে তার।
কথার লড়াইয়ে আপাতত নিজ দলের অধিনায়ককে এগিয়ে যেতে সাহায্য করেছেন নাহিদ রানা। আগের দিন ৬৭ রানে শেষ করা জিম্বাবুয়েকে দিনের শুরুতেই নাস্তানাবুদ করেছেন এই পেসার। দুই ওপেনার বেন কারেন এবং ব্রায়ান বেনেটকে দেখিয়েছেন সাজঘরের পথ। আরেক পেসার হাসান মাহমুদই বা বসে থাকেন কি করে। ওয়ানডাউনে নামা নিক ওয়েলচকে ফেরালেন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১০৬ রান। ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন।
গতকালের বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে একেবারে শুরু থেকেই ভাল কিছু করার বিকল্প ছিল না বাংলাদেশের। সেটাই ঘটল নাহিদ রানার কল্যাণে। দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়েছেন এই পেসার। তার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন কারেন। ফিফটি তুলে নেয়া বেনেটকেও বেশি সময় ক্রিজে রাখলেন না নাহিদ। বেনেটকে বাধ্য করেছিলেন স্কয়ার কাট করার জন্য। আর সেটা ব্যাটের কানায় লেগে ক্যাচ গেল জাকের আলীর কাছে।
খানিক বাদে উইকেটের মিছিলে যোগ দেন হাসান মাহমুদ। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছেন ওয়েলচকে।