পিএসএলে ৯ বছর পর যে কীর্তি গড়লেন রিশাদ

পিএসএলে দুর্দান্ত পারফর্মেন্সে তাক লাগিয়ে দিচ্ছেন বাংলাদেশের রিশাদ হোসেন। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই তিনি শিকার করেছেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ম্যাচ শেষে পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে তার মাথায় ওঠে ‘ফজল মাহমুদ ক্যাপ’। মেরুন রঙের এই বিশেষ ক্যাপটি প্রতি ম্যাচে দেওয়া হয় লিগের সর্বোচ্চ উইকেটশিকারী বোলারকে—রিশাদের এই স্বীকৃতি নিঃসন্দেহে গর্বের বিষয়।
পিএসএলে অভিষেকটা দারুণ করেছেন রিশাদ। আর সেই সুবাদে ফ্র্যাঞ্চাইজ এই লিগে এমন এক কীর্তি সামনে আনলেন যা বিগত ৯ বছরে আর কেউই করে দেখাতে পারেননি। রিশাদের কবজির মোচড়ে পিএসএলে ফিরল ৩ হাজার ৩৪৯ দিন আগের এক নজির।
পিএসএলে নিজের অভিষেক দুই ম্যাচেই ৩ বা এর বেশি উইকেট পাওয়ার কীর্তি এতদিন ছিল কেবল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার গ্রান্ট এলিয়টের। ২০১৬ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে পিএসএলে অভিষেক হয় এলিয়টের। প্রথম দুই ম্যাচে তিনি পেয়েছিলেন ৭ উইকেট। রিশাদ অবশ্য সেদিক থেকে এক উইকেট পিছিয়ে থাকছেন।
গ্রান্ট এলিয়ট নিজের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২৫ রানের খরচায় পেয়েছিলেন ৩ উইকেট। আর পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ছিল তার ৪ উইকেট। সেদিন খরচা করেছিলেন মোটে ১৫ রান।
রিশাদ নিজের প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩ উইকেট শিকার করেছিলেন। সেদিন তার বলে উইকেট খুইয়েছিলেন রাইলি রুশো, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ। রান দিয়েছিলেন ৩১। আর নিজের পরের ম্যাচে করাচির বিপক্ষে রিশাদ পেয়েছিলেন শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট।
সবমিলিয়ে ৯ বছর ২ মাস ২ দিন কিংবা দিনের হিসেবে ৩ হাজার ৩৪৯ দিন পর গ্রান্ট এলিয়টের কৃতিত্বে ভাগ বসালেন বাংলাদেশের রিশাদ হোসেন। এই মুহূর্তে তাকে হাতছানি দিচ্ছে পিএসএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করার আরেক রেকর্ড। হয়ে যেতে পারেন অভিষেক মৌসুমে পিএসএলের সেরা বাংলাদেশি বোলারও।
রিশাদের পরের ম্যাচ ২২ তারিখ মুলতান সুলতানসের বিপক্ষে। পরিসংখ্যানের পাতা দুই ম্যাচেই সমৃদ্ধ করে ফেলা রিশাদ এরপর কোথায় নিয়ে যাবেন নিজেকে, সেটাই দেখার অপেক্ষা।