সরকারি হাসপাতালের সেবা নিয়ে নিগার সুলতানার পোস্ট ভাইরাল
		বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশে সরকারি হাসপাতালের জরুরি সেবায় মারাত্মক অব্যবস্থা ও অদক্ষতার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি নিজের হতাশা প্রকাশ করেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে জ্যোতি লেখেন, সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নাই। প্রাইভেট সেন্টার এ সিজার করবে এমন রুগী বেশী প্রাধান্য পায়, টেস্ট করাইতে গেলে আরও খুশি -চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নাই। আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়ো না, একদম ডিরেক্ট মৃত্যু দিয়ো।
তার এই পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই জ্যোতির সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেন, সরকারি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরেই চলছে ব্যবস্থাপনাগত সংকট। চিকিৎসকসংকট, অব্যবস্থাপনা, সরঞ্জাম ঘাটতি এবং জরুরি সেবায় অনুপস্থিতি এসব সমস্যা নতুন নয়।
সমালোচকরা বলছেন, জরুরি বিভাগে নির্ধারিত সময়ের বাইরেও চিকিৎসক উপস্থিত থাকা নিশ্চিত করতে প্রশাসনের আরও তৎপর হওয়া জরুরি।
বাংলাদেশে উন্নত চিকিৎসা সুবিধার অভাবে প্রতিবছর অনেকে সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ডে চিকিৎসার জন্য ছুটে যান। কিন্তু সবাই সেই সুযোগ পান না বলে দেশের হাসপাতালই তাদের একমাত্র ভরসা।
উল্লেখ্য, সম্প্রতি হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে নারী ওয়ানডে কাপ মিশন শেষ করে দেশে ফিরেছেন নিগার সুলতানারা। ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টুর্নামেন্ট সমাপ্ত করে বাংলাদেশ। ৭ ম্যাচে জ্যোতির দল জিততে পেরেছিল মাত্র ১টি ম্যাচ।