রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বিয়ের গাড়ি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ AM

দেশের বিভিন্ন রেলক্রসিংয়ে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এবার কক্সবাজারের ঈদগাঁওতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এ ঘটনায় দুইজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঈদগাঁও ইসলামাবাদ গোমাতলী সড়কের রেল স্টেশনের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের সহকারী মাস্টার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের জানান, বিয়ের বরযাত্রী নিয়ে যাচ্ছিল মাইক্রোবাসটি। হঠাৎ রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনটি এসে গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়িতে থাকা দুইজন সামান্য আহত হলেও বাকিরা সুস্থ আছেন।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের সহকারী মাস্টার মেহেদী হাসান জানান, একটি মাইক্রোবাস রেলক্রসিং পার হাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে দুইজন সামান্য আহত হয়েছেন।