গাড়ির গ্লাসে কালো পেপার না লাগানোর অনুরোধ ডিএমপির
ঢাকা মহানগরীতে চলাচলকারী যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো এবং উচ্চমাত্রায় হর্ন ব্যবহারের বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনে গ্লাসে কালো পেপার লাগানো থাকে। সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ৪০ অনুসারে, যানবাহনে কালো পেপার লাগানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং এরূপ পেপার থাকলে তা খুলে ফেলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকার যানবাহনের চালকরা প্রায়ই অপ্রয়োজনীয়ভাবে উচ্চমাত্রার হর্ন ব্যবহার করেন, যা পথচারী, যাত্রী এবং অন্যান্য গাড়ির চালকের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। এ কারণে অপ্রয়োজনীয় এবং উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
অ্যাম্বুলেন্সে রোগী না থাকা সত্ত্বেও এবং জরুরি সেবা সংস্থার যানবাহনগুলো জরুরি কাজ ছাড়া চলাচলের সময় হর্ন ব্যবহার করায়, তাদেরও অপ্রয়োজনীয় হর্ন বা হুটার ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। এছাড়া, সড়ক দুর্ঘটনা এড়াতে পথচারীদের পদচারী সেতু এবং জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য আবেদন জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব নির্দেশনা না মানলে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।