লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় ২ ভাই নিহত
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে আপন দুইভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পারমল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুই ভাই উপজেলার পারনল্লিকপুর গ্রামের নৃত সামাদ শেখের ছেলে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে দুটি গ্রুপ বিদ্যমান। একটি মাহমুদ গ্রুপ এবং অন্যটি ফেরদৌস গ্রুপ। দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।
ফেরদৌস গ্রুপের লোকজন বলেন, আজ বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাওয়ার পথে চরমল্লিকপুর এলাকার আইয়ুবের দোকানের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরও ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।