বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ; নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ১০:৫৭ AM

বগুড়ার বনানীতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তন্ত সাতজন।

আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোর রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন ও শামীম হোসেন এবং বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা কাভার্ডভ্যানচালক হৃদয়। নিহত আরেকজন নারী বলে পুলিশ জানালেও তার নাম ও পরিচয় জানাতে পারেনি।

কুন্দুরহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনলে তাদেরকে মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আহত ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আব্বাস আলী বলেন, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে এক নারীসহ তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।