মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিস্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হলেন স্কুলছাত্রী। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে রুমাইসা আক্তার নামে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার বালিগাঁওয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রুমাইসা দশম শ্রেণির ছাত্রী ছিল।
জানা গেছে, রুমাইসা কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার ফেরদৌস মিয়ার মেয়ে। দুদিন আগে সে ফুফু শাহীন বেগমের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার ভোরন্ডা গ্রামে বেড়াতে এসেছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রুমাইসা তার ভাই-বোনদের সাথে মাওয়ায় ঘুরতে যায়। সন্ধ্যায় তারা মাওয়া হতে ভোরন্ডা গ্রামে ফিরছিল। এসময় রুমাইসাকে বহনকারী মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আপন নামে এক যুবক। পথিমধ্যে বালিগাঁও এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায় রুমাইসা। ওই সময় ইলিশ পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস চাপা দেয় তাকে। গুরুতর আহত অবস্থায় রুমাইসাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।