প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ AM

টানা প্রায় ১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবার ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে এ নৌরুটে সোমবার রাত ১টা ৩০ মিনিটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে টানা ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ বাড়ে এবং দৌলতদিয়া ঘাট এলাকায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারির সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, সোমবার সন্ধ্যার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলে বিকনি বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিলো না। দুর্ঘটনা এড়াতে রাত ১টা ৩০ মিনিটের সময় থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে সকাল ৯টা ৩০ মিনিটে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলিম দেওয়ান জানান, ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। এ ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

আর অন্যদিকে বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাট কর্তৃপক্ষ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৪-১৬টি লঞ্চ চলাচল করছে।