কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ PM

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হওয়ায় কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। 

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন।

আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন বলেন, ‍“ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এই কারণে কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

এদিকে ঘূর্ণিঝড় মিগজিউম ব্যাপক তাণ্ডব চালিয়েছে ভারতের চেন্নাইতে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মিগজিউমের তাণ্ডবে সেখানে অন্তত ৮ জন নিহত হয়েছে।