চট্টগ্রামে হেলে পড়েছে ৩ তলা একটি ভবন
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে তিন তলা একটি ভবন হেলে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার পর পাহাড়তলীর উত্তর সরাইপাড়া এলাকায় ওই ভবনটি হেলে যাওয়ার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন তলা ভবনটির পাশে গয়নার ছড়া খাল খননের কাজ চলছিল। তাতে ভবনটির নিচের মাটি সরে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গেল তিন সপ্তাহ ধরে সরাইপাড়ার গয়নার ছড়া খালের হাক্কানী পেট্রল পাম্প এলাকায় পাইলিং করছে সিডিএ। আজ মঙ্গলবার দুপুরে এলাকার মফজল সওদাগর বাড়ির সীমানা দেওয়াল হঠাৎ করে ধসে পড়ে। এ সময় বাড়িটির নিচ তলার মেঝের নিচের মাটি সরে যায়। ভবনটিও কাত হয়ে যায় পাশের ভবনের ওপর।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘ভবনটি কাত হলেও এখনও এটির ভেতরে কোনো ফাটল দেখা যায়নি। তাই বাড়িটি ঝুকিপূর্ণ কিনা সেটি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিতে হবে। এ জন্য সিডিএর সহযোগিতায় পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।’
এদিকে হেলে পড়া ভবনটির মালিক মফজল হোসেন বলেন, ‘আমার বাড়িতে কোনো সমস্যা নেই। শুধু সীমানা দেয়াল ও নিচতলার ফ্লোর ধসে গেছে। বাড়িতে কোনো ফাটল দেখা যায়নি।’
তবে পাশের ভবনের বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক ভূমিকম্পের পর থেকেই সীমানা দেওয়ালটিতে ফাটল দেখা দেয়। মঙ্গলবার দুপুরে সেটি ধসে পড়ে। একই সঙ্গে বাড়িটিও হেলে পড়ে।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশও। নগর পুলিশের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। আপাতত সিডিএ এবং ফায়ার সার্ভিসের অনুসন্ধান চলা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের সরে যেতে অনুরোধ করেছি।’
এর আগে গেল বছর চট্টগ্রামের সদরঘাটে এবং ষোলশহরে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলাকালীন দুইটি বহুতল ভবন হেলে পড়েছিল।