স্থবির কুয়াকাটা; বন্দরে ৩ নম্বর সতর্কতা

পটুয়াখালীর উপকূলজুড়ে টানা অতিভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত পাঁচ দিন ধরে সমুদ্রগামী সব মাছ ধরার ট্রলার ও নৌকা ঘাটে থেমে আছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত।
বুধবার (৯ জুলাই) সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত ছিল। আকাশজুড়ে ঘন কালো মেঘে ছেয়ে আছে পুরো উপকূল। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের বহু মানুষ।
জেলায় গত ২৪ ঘণ্টা ২০০.২ মিলমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহর এবং গ্রামের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। এছাড়া পানিতে তলিয়ে আছে জেলা সদরসহ বিভিন্ন পৌর শহরের অনেক সড়ক। অনেকের বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। এছাড়া তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। লোকসানে পড়েছেন মৎস্য চাষিরা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ধান চাষিরা।
এদিকে লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
জেলা আবহাওয়া অফিস বলছে আগামী ২৪ ঘণ্টা থেকে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া চলমান থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে চলাচল করতে বলা হয়েছে।