বৃষ্টির জন্য রাজধানীতে ইসতিসকার নামাজ আদায় করলেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ PM

গত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে বেড়েছে তাপপ্রবাহ। কোথাও কোথায় ৪২ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে তাপমাত্রা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে হিটস্ট্রোকে অন্তত ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসেরও সুসংবাদ নেই। এমতাবস্থায় বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে ইসতিসকার সালাত আদায় করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আফতাবনগর ঈদগাহ মাঠে নামাজে অংশ নেন মুসল্লিরা।

নামাজে ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ। এতে শতাধিক মুসল্লি এই নামাজে অংশ নেন। নামাজের পর খুতবা ও দোয়া করেন শায়খ আহমাদুল্লাহ।

এসময় তিনি বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এখনই সচেতন না হলে সামনের দিনে আরও বিপদে পড়তে হবে। সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।

এর আগে কুষ্টিয়া এবং রাজবাড়ীতেও বৃষ্টির জন্য ইসতিসকার সালাত আদায় করা হয়।