অবশেষে শুরু হলো রাকসুর ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১১ PM

বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কড়া নিরাপত্তার মধ্যে ব্যালট বাক্সগুলো পৌঁছানো হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও রাত ৮টা ৪৫ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়।

জানা গেছে, এবারের রাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০৯ জন, যার মধ্যে ২০ হাজার ১৮৭ জন ভোট প্রদান করেছেন। সেই হিসাবে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় একযোগে বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট পেপার সংরক্ষিত বাক্সগুলো কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশনের নিজস্ব গাড়িতে পুলিশি পাহারায় গণনা কেন্দ্রে আনা হয়েছে। সব ব্যালট বাক্স পৌঁছানোর পর গণনা শুরু হয়েছে। প্রথমে মেয়েদের হলগুলোর ফলাফল ঘোষণা করা হবে, এরপর ছেলেদের হলগুলোর। সর্বশেষে রাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে ভোটের ফলাফল দেখার জন্য অপেক্ষায় আছে প্রার্থী ও শিক্ষার্থীরা।