শাহরুখ খানের বাড়িতে থাকতে পারবেন আপনিও!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৭ AM

বলিউডের বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের ‘মান্নাত’ শুধু একটি বাড়ি নয়, ভক্তদের কাছে যেন এক স্বপ্নের প্রাসাদ। মায়ানগরীতে ঘুরতে গেলে অনেকেরই ‘মান্নাত’-এর সামনে ছবি তোলা বাধ্যতামূলক এক অভিজ্ঞতা। তবে সম্প্রতি খান পরিবার তাদের ঠিকানা বদলেছে। এখন তারা বাস করছেন মুম্বাইয়ের পালি হিলস এলাকায় এক বিলাসবহুল বাংলোয়।

তবে শুধু দেশে নয়, বিদেশেও শাহরুখ খানের রয়েছে একাধিক স্বপ্নের নিবাস। দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়া— একাধিক শহরে রয়েছে তার রাজকীয় বাড়ি। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’ সেই তালিকায় নতুন সংযোজন, যা এবার খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্যও।

সাদা ও বেজ রঙে সজ্জিত এই বিলাসবহুল ভিলায় রয়েছে ছয়টি বেডরুম, ঝকঝকে রান্নাঘর, সুইমিং পুল, জাকুজি, টেনিস কোর্ট এবং প্রতিটি ঘরে রয়েছে উষ্ণতা বজায় রাখতে ফায়ারপ্লেস। বসার ঘরে রয়েছে বিশাল আয়না ও ঝাড়বাতি দিয়ে সাজানো ইন্টিরিয়র, আর বইপ্রেমীদের জন্য আছে একটি আকর্ষণীয় পাঠকোণ।

এই ভিলায় এক রাত কাটাতে খরচ হবে প্রায় ₹১,৯৬,০০০ টাকা। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ এবং গোটা টিম এই ভিলাতেই অবস্থান করেছিলেন। এখন সেই অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাচ্ছেন যে কেউ।