রসাল আনারস পাবেন শ্রীমঙ্গলে
এ সময়ে পাওয়া যাচ্ছে আনারস। হলদে বর্ণের সুঘ্রাণযুক্ত। টসটসে রসালো। খেতে ভারী মিষ্টি। আকারে ছোট এ আনারসের নাম ‘জলঢুপি’। পর্যটকদের কাছে লোভনীয় এটি। চায়ের দেশ সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে আসা ভ্রমণপিপাসুদের কাছে বেশ কদর এ জলঢুপি আনারসের। এখানে বেড়াতে এসে এর স্বাদ নেন আনারস প্রেমীরা। ফেরার সময় নিয়ে যান পরিবারের জন্যও।
সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দর্শনীয় স্থান চা বাগান, রাবার বাগান, লাউয়াছড়া ও বধ্যভূমি-৭১-এ যাওয়ার পথে দেখা যায়, প্রতিটি স্পটের সমানে জলঢুপি আনারস ভর্তি সারি সারি ভ্যান। পর্যটক-পথচারীদের জন্য আনারসের পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। প্রত্যেক ভ্যানের সামনেই দেখা যায় পর্যটকদের ভীড়। পুরো একটি চিলে মরিচ মিশ্রিত লবণ ছিটিয়ে জলঢুপির স্বাদ নিচ্ছেন তারা। মুঠোফোনে ধারণ করছেন ছবি-ভিডিও চিত্র। একেকটা আনারস প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। আকারে বড় ৫টা বিক্রি হচ্ছে একশ’ টাকা।
রাবার বাগানের সামনে কথা হয় বিক্রেতা আফজলের সাথে। তিনি জানান, এখানে বেড়াতে আসা লোকজনের কাছে খুবই প্রিয় এ জলঢুপি আনারস। সবচেয়ে বেশি বিক্রি হয় ছুটির দিনগুলোতে। তখন পর্যটকরা আসেন বেশি। কেবল আনারস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা। প্রতিদিন আনারস সংগ্রহ করে নিয়ে আসেন আশপাশের বিভিন্ন উঁচ-নিচু টিলায় চাষ হওয়া বাগান থেকে।
পর্যটকরা জানান, শ্রীমঙ্গল চা-লেবু আর আনারসের জন্য প্রসিদ্ধ। এখানের প্রকৃতি খুবই মোহনীয়। আর ঘুরতে এসে আনারস পাওয়া যায় সহজেই। সকলের কাছে ‘জলঢুপি’ আনারসটাই পছন্দের। পুষ্টিগুণে সমৃদ্ধ, রসে ভরপুর এ আনারস ভারী মিষ্টি। এর স্বাদ যেন মন হরণ করে নেয়।
সূত্র : বা.প্রতিদিন