ক্যালিফোর্নিয়ায় ৩০০ কৃষি শ্রমিক পাঠাবে ‘ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড’

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৪:২৯ PM

বাংলাদেশি নাগরিকদের জন্য বড় সুখবর দিল জাতিসংঘ রেজিষ্ট্রেশন প্রাপ্ত পরিবেশ বিষয়ক সংস্থা “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড”।

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন চাহিদা মিটাতে বিভিন্ন দেশে বৃক্ষরোপণে শ্রমিক চুক্তি করে যাচ্ছে “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড” বাংলাদেশ। ইতিমধ্যে দক্ষ শ্রমিক দ্বারা বৃক্ষরোপণ ও বাগান রক্ষণাবেক্ষণ পরিপ্রেক্ষিতে প্রায় ৩০০ জনেরও অধিক শ্রমিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে। উল্লেখিত সকল শ্রমিকদেরকে কৃষিবিদ কাজে ক্যালিফোর্নিয়া লেবার কমিশনের চুক্তি বিনিময় ভিত্তিক- ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন (ডিআইআর) বরাবর পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই ডিপার্টমেন্ট ক্যালিফোর্নিয়ার ৩টি সিটিতে রক্তচন্দন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রোপণে বিগত জুন’এর ২০২৪’এ ৩০০জনের একটি শ্রমিক চুক্তি করেছেন ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড সংস্থার সাথে। বর্তমান অত্র শ্রমিক চুক্তির সূত্র ধরে প্রথম ধাপে ক্যালিফোর্নিয়ার একটি সিটিতে ১০৫ জন শ্রমিক পাঠাতে  লেবার কমিশনার অফিস থেকে ইতিমধ্যে ১০৫ জনের ভিসা ইস্যু করে ভিসা লেটার পাটিয়ে দিয়েছে। অত্র শ্রমিকগণ যে প্রতিশ্রুতিতে বৃক্ষরোপণ এবং বাগান রক্ষণাবেক্ষণে ক্যালিফোর্নিয়া প্রবেশ করতে যাচ্ছে- তার ভিসার ক্যাটাগরি হচ্ছে “ EB-3Ó and Work Purpose  ÒH-2AÓ যা কিছু সময়ের মধ্যে সম্পূর্ণ ভিসা পেতে  যাচ্ছে। আগামী কিছু দিনের মধ্যে এই সকল ভিসা বাংলাদেশ মার্কিন দূতাবাস থেকে শ্রমিকদের পাসপোর্ট সহ অন্যান্য তথ্য মতে ২৫ থেকে ৩০ জুলাই ২০২৫ ইং তারিখের  মধ্যে ভিসা গ্রহণ করা যাবে। এই বিশাল সুখবর বাংলাদেশকে দিতে যাচ্ছে “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড” সহযোগিতায় থাকছে আন্তর্জাতিক জাতিসংঘের শাখা “ক্লাইমেট চেইঞ্জ” এবং “ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ( ILO)

এই সকল প্রসেসের প্রেক্ষাপটে দেশের সর্বাত্মক সহযোগিতা থাকায় এবং আগামীতেও অংশ বিশেষ প্রয়োজনীয়তায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড” সংস্থার চেয়ারম্যান নুর কামাল।