কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে বীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক

নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেক্স অনলাইন ডেক্স
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪, ০২:৫১ PM

জেলার ৩ উপজেলায় বিনামূল্যে পাটের বীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক। চলতি মৌসুুমে (২০২৩-২০২৪) সোনালী আঁশ পাটের আবাদ বৃদ্ধিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে পাটের বীজ দেয়া হচ্ছে। একজন কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য বিজেআরআই তোষা-৮ জাতের ১ কেজি বীজ পাবেন বলে জানান জেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে, লোহাগড়া উপজেলায় ৫হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে এবং কালিয়া উপজেলায় ২হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে প্রণোদনার পাট বীজ দেয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুজ্জামান বাসসকে জানান,পাটের আবাদ বৃদ্ধিতে সরকারি উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের পাশে থেকে সব ধরনের ফসল চাষে চাষীদের উৎসাহিত করতে প্রণোদনা হিসেবে বীজ ও সার সরবরাহ করে যাচ্ছে।সোনালী আঁশ পাটের আবাদ সফলভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি জানান ।