তীব্র শীতে কাঁপছে দিনাজপুর; সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা দিনাজপুর। বিকেল থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হয়। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।
এদিকে, শীতের তীব্রতার মধ্যেই সকাল বেলায় কাজের সন্ধানে বের হয়েছে খেটে খাওয়া মানুষজন। তারা পড়েছেন দুর্ভোগে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।