শীতের আগমন বার্তা পাওয়া যাচ্ছে গ্রামে
দেশের গ্রামাঞ্চলে এখন ভোরে হয় শীতল হাওয়ায়। এ শীতলতায় আগাম শীতের বার্তা দিয়ে দিচ্ছে প্রকৃতি। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারিদিক। সকাল ১০টা পর্যন্ত হালকা শীত অনুভূত হচ্ছে গ্রামে। সকাল ১০-১১টায় সূর্য উঠার পর থেকে আবার শীতলতা কমতে থাকে।
সে সঙ্গে উত্তরের জেলার মানুষেরা শীত মোকাবেলায় অভ্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। গ্রামের মেঠো পথসহ ধানের শীষগুলোতে পড়ছে শিশির বিন্দু কণা। সকালবেলা কুয়াশার মাঝে কেউ কেউ হাঁটতে বের হচ্ছেন, কেউ ছুটছেন তার গন্তব্যে। এমনই চিত্র বিরাজ করছে দেশের গ্রামগুলোতে। প্রকৃতি তার পরিবর্তন দেখাতে শুরু করেছে প্রতিনিয়ত।
রংপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান জানান, রোববার (২০ অক্টোবর) সকাল ৬টায় ২৫ দশমিক ২ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত দুদিন থেকে তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রীতে তাপমাত্রা উঠানামা করছে। তিনি আরও বলেন, শীতের আগমনি বার্তা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে, শীত নামবে।