আজকের আবহাওয়া যেমন থাকবে

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৪, ০১:৪৫ PM

গত কয়েকদিন ধরেই আবহাওয়ার বিক্ষিপ্ত। কখনো মেঘলা, কখনো হালকা শীতের আমেজ আবার কখনো গরম। এ অবস্থায় আজকের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ শনিবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা একইরকম থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার (৯ মার্চ) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৩ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত হবে, সন্ধ্যা ৬ টা ০৫ মিনিটে। রোববার সূর্যোদয় হবে, ভোর ৬টা ১২ মিনিটে।

এদিকে শুক্রবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়, ১১ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস।