৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা যেসব অঞ্চলে
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের দুই জেলায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর এবং খুলনা জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের তিন বিভাগের কোথাও কোথাও আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের পাঁচ জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে। এ ছাড়া রাজশাহীতে দুই মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার কুমারখালীতে এক মিলিমিটার করে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘গতকাল কোথাও কোথাও সামান্য ঝোড়ো বৃষ্টি হয়েছে।
যশোর, মাদারীপুর, ফরিদপুর ও কুমিল্লায় বৃষ্টি হয়েছে। তবে আজ বৃষ্টি খুব বেশি হবে না, হলেও তা হালকা বা সামান্য হতে পারে। চলতি মাসের ২০ তারিখের পর আবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।’