আরপিও সংশোধন গেজেট, ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইনজট কাটল
জোটেও নিজস্ব প্রতীকেই ভোট করতে হবে দলগুলোকে
		নিবন্ধিত রাজনৈতিক দল জোট করলেও ভোটে তাদের নিজস্ব প্রতীকেই লড়তে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও) সংশোধনের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনসংক্রান্ত বড় আইনি সংস্কারগুলো সম্পন্ন হলো।
গতকাল সোমবার (৩ নভেম্বর) অধ্যাদেশের গেজেট জারি করা হয়। এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। জোটের প্রতীক ব্যবহারের বিধান সংশোধনে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি জোটের প্রতীক না রেখে নিজস্ব প্রতীক–ব্যবস্থাই বজায় রাখার পক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই অবস্থানই বহাল থাকল।
নতুন বিধান অনুযায়ী, একাধিক নিবন্ধিত দল জোট করে নির্বাচনে অংশ নিলেও জোটের প্রার্থী অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট চাইতে হবে।
আরপিও সংশোধনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, ইসি সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালা সব আইন-বিধির সংস্কারকর্ম সম্পন্ন করেছে। ইসি এখন নতুন বিধানের আলোকে দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি জারি করবে।
সংসদের আরপিও–র অনুচ্ছেদ ২০ (প্রতীক বরাদ্দ) পরিবর্তন করে জোটবদ্ধ দলের প্রতীক ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রাখা হয়েছে। সংশোধিত ধারায় বলা হয়েছে, দুই বা ততোধিক নিবন্ধিত দল যৌথ প্রার্থী দিলে, আবেদন সাপেক্ষে ইসি ওই প্রার্থীর নিজ দলের প্রতীকই জোটের প্রতীক হিসেবে বরাদ্দ দিতে পারবে। এ আবেদন তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে করতে হবে।