৪৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ; ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীত
চলতি মৌসুমের শীত আগামী ফেব্রুয়ারি মাসের মাঝ পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর এ মৌসুমের বছরের শীত বিদায় নেবে।
আজ রবিবার (২৮ জানুয়ারি) আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দু-একদিন কোথাও কোথাও মাঝারি থেকে হালকা কুয়াশা ও শৈত্যপ্রবাহ থাকতে পারে। এই সময়ে বাড়তে থাকতে পারে রাতের তাপমাত্রাও।
৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কথাও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আব্দুর রহমান বলেন, এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা আর নেই।
এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও।
আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
এদিকে দেশের ৪৮ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৩ ডিগ্রি এবং সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, কুমিল্লা, সীতাকুণ্ড ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলা, রাজশাহীর ৮ জেলা, ঢাকার ১৩ জেলা, খুলনার ১০ জেলা ও বরিশাল বিভাগের ৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এসময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া সোমবারও সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।