আজও সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

হিমালয়ের কন্যা খ্যাত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। বিগত কয়েকদিন থেকে অন্যান্য জেলার তুলনায় শীতের প্রকোপ একটু বেশি এ প্রান্তিক অঞ্চলে।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল চলতি মৌসুমে সারা দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪
এদিকে উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন চা-পাথর, রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আজ সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ৯টায় ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।