কমছে তাপমাত্রা, বইছে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ AM

বাংলা আশ্বিন মাসের শেষ দিকে এসে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়-এর তেঁতুলিয়ায় কমতে শুরু করেছে তাপমাত্রা। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় ভোরের বাতাসে বইছে হিমেল হাওয়া, চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়— যা শীতের আগমনের বার্তা দিচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ, যা ভোরের শীতল আবহকে আরও স্পষ্ট করেছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও মঙ্গলবারের হঠাৎ এই হ্রাসকে মৌসুম পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন স্থানীয়রা।

সকালের দৃশ্য ছিল ভিন্নরকম—আকাশে কুয়াশা, বাতাসে হালকা ঠান্ডা আর মানুষের মুখে গরম চায়ের কাপ। অনেকে হাঁটতে বের হয়েছেন, আবার কেউ চায়ের দোকানে আড্ডায় মেতেছেন। অনেক পরিবার ইতোমধ্যেই শিশু ও বয়স্কদের জন্য হালকা গরম কাপড় বের করে ফেলেছে।

এদিকে জেলার কিছু কিছু এলাকায় রাতের শেষ ভাগে হালকা কুয়াশাও লক্ষ করা যাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে পঞ্চগড়ের শীত শুরু হবে দেশের অন্য যে কোনো এলাকার আগেই—যা প্রতি বছরই প্রায় দেখা যায়।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এটি মৌসুমি পরিবর্তনের লক্ষণ।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।