জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ AM

উত্তরের জেলা নীলফামারীতে ভোরের কুয়াশা আর জমে থাকা শিশির শীতের আগমনী বার্তা দিচ্ছে। দীর্ঘ গরমের পর প্রকৃতির আবহে এসেছে পরিবর্তন। ফসলি জমি ও ঘাসের ডগায় জমছে শিশিরবিন্দু। দিনে রোদ কিংবা বৃষ্টি থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভূত হচ্ছে, আর বিশেষ করে মধ্যরাতের পর বাড়ছে শীতের আমেজ।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশার ঘনত্বে চারপাশ ঢাকা। সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছরের মতো এবারও নীলফামারীতে আগেভাগেই শীতের আমেজ নামতে শুরু করেছে।

জেলা সদরের এক বাসিন্দা বলেন, আমাদের নীলফামারীতে প্রতিবছর সেপ্টেম্বরের শেষ দিকেই শীতের আভাস পাওয়া যায়। এবারও সেটি শুরু হয়ে গেছে। সামনে শীত আরও বাড়বে।

এক কৃষক জানান, ভোরের কুয়াশায় জমি ভিজে থাকে। তাই আগেভাগেই তিনি শীতকালীন সবজির জমি প্রস্তুত করছেন। তার ভাষায়, আগেভাগে শীত নামলে এখানে সবজির ফলনও ভালো হয়।

এক ভ্যানচালক বলেন, ভোরে ভ্যান নিয়ে বাজারে যেতে হয়। আজ বের হয়ে দেখি কুয়াশা পড়েছে, হালকা শীতও লাগছে। প্রতিবছরই আমাদের এলাকায় আগেভাগে শীত নামে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আসছে দিনগুলোতে শীতের প্রভাব আরও বাড়বে।