বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৮ AM

মৌসুমের শেষ বৃষ্টিবলয়ের প্রভাবে বর্তমানে সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে, যা আজও অব্যাহত রয়েছে।

এরই মধ্যে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি তার পোস্টে জানিয়েছেন, ‘আজ সোমবার দিবাগত রাত ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ঢাকা
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ
ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট
খুলনা বিভাগ: মাগুরা
বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা
চট্রগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া
রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা