বিজয় দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্রে বিনামূল্যে ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ PM

আজ মহান বিজয় দিবস। আর এই দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রে পর্যটকেদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের জন্য এমন সুযোগ থাকছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এমন ঘোষণা দেন।

জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র ও রিছাং ঝরনায় সর্বসাধারণের জন্য এবং ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, ‘আজ সকাল থেকে পর্যটকদের সমাগম রয়েছে।  জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক আলুটিলায় পর্যটকদের প্রবেশে কোনো টিকিট কাটতে হচ্ছে না। পর্যটকেরা বিনামূল্যে পর্যটন কেন্দ্রে প্রবেশ করে এখানকার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছে।’