বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে ফিরছেন আটকে থাকা ১৫০০ পর্যটক

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ AM

সংঘাত ও অবরোধের কারণে চার দিন আটকে থাকার পর সাজেক থেকে পর্যটকেরা ফিরতে শুরু করেছে। সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় সাজেক থেকে ১৫০০ পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়।

তিন পার্বত্য জেলায় বিক্ষুব্ধ জুম্ম জনতার ডাকা ৭২ ঘণ্টার সড়ক অবরোধে পর্যটন এলাকা সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। এতে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার থেকে আটকে থাকায় বিপাকে পড়েন পর্যটকরা।

এর আগে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকতা শিরিন আক্তার বলেন, দীঘিনালার ঘটনার পর অবরোধ ঘিরে যানবাহন চলাচল বন্ধ থাকায় এসব পর্যটকেরা আটকা পড়েন। যান চলাচল শুরু হওয়া পর্যটকদের তাদের গন্তব্য পৌঁছে দেওয়া হচ্ছে।

এদিকে খাগড়াছড়িতে চুরির অভিযোগে নিহত মামুনের স্ত্রী খাগড়াছড়ি সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, খাগড়াছড়িতে নিহত আরও দুজনের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।