সাজেকে আধাবেলা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬ AM

রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট– ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন ও আশীষ চাকমাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাজেক পর্যটন সড়কে আধাবেলা সড়ক অবরোধে ঘোষণা দিয়েছে সংসঠনটি।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, আগে সকাল-সন্ধ্যা অবরোধের সিদ্ধান্ত থাকলেও তা পরিবর্তন হয়েছে।

এর আগে, রাঙামাটির বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়।

ইউপিডিএফ কেন্দ্রীয় তথ্য প্রচার বিভাগের নিরণ চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করছে ইউপিডিএফ।