যুক্তরাজ্যে ভ্রমণের পাশাপাশি কাজ করতে পারবেন টুরিস্টরা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ PM

ভ্রমণ ভিসায় কাজের সুযোগ তৈরি করেছে যুক্তরাজ্য। এর আগে ভ্রমণ ভিসায় গিয়ে কাজের সুযোগ ছিল না

গত ৭ ডিসেম্বর এই নিয়ম পরিবর্তন করে ব্রিটে‌নের হোম অফিস। তাদের ঘোষণা বলা হয়, এখন থেকে স্টান্ডার্ড ভি‌জিটররা কাজ করার সু‌যোগ পাবেন। তবে এক্ষেত্রে ভ্রমণ ভিসার সঙ্গে এক‌টি অনুমোদন নিতে হবে।

এ বিষয়ে লন্ডনের লেক্সপার্ট সলিসিটর্স এলএলপি’র ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার শুভাগত দে বলেন, ভি‌জিট ভিসায় এসে কাজ করার ক্ষেত্রে যে বাধা ‌ছিল তা হোম অফিস তুলে নি‌য়ে‌ছে।

উল্লেখ্য, প্রতিবছর ব্রিটেন প্রায় ৪০ মিলিয়ন ভি‌জিটর‌কে স্বাগত জানায়। স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা একজন ব্যক্তিকে ৬ মাস পর্যন্ত ইউকে ভ্রমণের অনুমতি দেয়। ৬ মাসের স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার জন্য ১০০ পাউন্ড ফি দি‌তে হয়।

নতুন এ ভিসানীতিতে বলা হয়, ফ্যা ‌মি‌লি ভি‌জিটর, হ‌লিডে কাটাতে আসা টু‌রিস্টরা ভ্রমণের পাশাপাশি কাজ করতে পারবেন। তবে কাজ করাই যেন মূল উদ্দেশ্য না হয়।

সূত্র: দ্য মিরর