আজ কুয়াকাটায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা, ২০২৩’ উৎসব
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) পটুয়াখালীর সাগরকন্যাখ্যাত কুয়াকাটায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা, ২০২৩’ শুরু হচ্ছে। উৎসব সামনে রেখে কুয়াকাটায় পর্যটকদের টানতে হোটেল-মোটেল ও রিসোর্টের মালিকেরা ভাড়ায় ২০ থেকে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন।
মুজিব’স ক্যাম্পেইনের ধারাবাহিকতায় দেশের পর্যটনকে এগিয়ে নিতে বরিশাল বিভাগের সাগরকন্যাখ্যাত কুয়াকাটায় যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আগামীকাল শনিবার দুই দিনব্যাপী এই উৎসব শেষ হবে।
উৎসব সামনে রেখে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে কুয়াকাটা সমুদ্রসৈকতে। পর্যটকদের স্বাগত জানিয়ে হোটেল-মোটেল ও রিসোর্টের মালিকেরা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ট্যুর পরিচালকেরা ২ হাজার ১০০ টাকায় এক রাত ও দুই দিনের প্যাকেজ ঘোষণা করেছেন।
জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উপজেলা প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই দিনের উৎসবের মধ্যে থাকছে সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস ওড়ানো, ঘুড়ি উৎসব, ফুটবল ও ভলিবল খেলা, রাখাইন নৃত্য, গান, পুতুলনাচ ইত্যাদি।