থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ড অন্যতম জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য। প্রতিবছর বিপুল সংখ্যক ভ্রমণপ্রেমী দেশটিতে ঘুরতে যান, যার ফলে থাইল্যান্ডের পর্যটন খাতও ক্রমাগত বিকাশ লাভ করছে।
এমন প্রেক্ষাপটে, আগামী ১ মে থেকে থাইল্যান্ডে ভ্রমণ বা অন্যান্য কারণে প্রবেশ করতে হলে বিদেশি নাগরিকদের জন্য নতুন একটি নিয়ম চালু করছে দেশটি। নতুন বিধান অনুযায়ী, বিদেশি পাসপোর্টধারী সকল পর্যটকের জন্য ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণ বিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে ফরম পূরণ করতে হবে।
এই ডিজিটাল কার্ডটি তৈরি করা হয়েছে যেন সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই জানতে পারে এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।
থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন-এমন সকল বিদেশি নাগরিকের জন্য এই কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্যই হোক কিংবা ব্যবসা বা ট্রানজিট-যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলেই তাঁকে কার্ডটি পূরণ করতে হবে।
টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।
এই কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে কার্ডটি পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখা উত্তম।